দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এই শুভেচ্ছা স্মারক ও ফুলেল তোড়া প্রদান করেন।
সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় প্রাথমিক দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ নজর রাখা ও ভূমিকা রাখার জন্য জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হন। সেই কারনে উপজেলা ছাত্রলীগ ইউএনওকে সম্মাননা প্রদান করে। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও মোঃ ফয়জুল্লাহ, উপ-দপ্তর সম্পাদক সবুজ হোসেন,
কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এনামুল হাসান সবুজ, সদস্য সাগর, সুইট, সজীব, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আল-হাসিব, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেল, সাধারন সম্পাদক আহছানউল্লাহ কল্লোল, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন সহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।