দেবহাটায় ৮দলীয় নকআউট আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

9

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটা উপজেলার সখিপুর যুব সংঘ এবং লিগ্যাল ভয়েস ইয়ুথ ক্লাবের আয়োজনে ২১শে মে, ২০২১ শুক্রবার খেজুরবাড়িয়ায় সকাল ৮টায় দক্ষিণা কানন নিউ পার্ক মাঠে আট দলীয় নকআউট ভিত্তিক আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় চাম্পিয়ন হয়েছে সখিপুর কিংস ক্রিকেট একাদশ ও রানার আপ হয়েছে মাতৃ জুয়েলার্স ক্রিকেট একাদশ ধোপাডাঙ্গা। উক্ত খেলায় উদ্বোধনী ও ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারুলিয়া ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন ও দেবহাটা উপজেলার যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলকে পুরষ্কার প্রদান করা হয়।