দেবহাটায় ৪৭তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগীতার সমাপনী

21

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় গ্রীষ্মকালীন ৪৭তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান শনিবার বিকাল সাড়ে ৫ টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান ও সহকারী শিক্ষক সঞ্জয় কুমারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী ও দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, টাউনশ্রীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাপনী খেলার মেযেদের ফাইনালে দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন স্কুল জয়লাভ করে এবং ছেলেদের খেলায় টাউনশ্রীপুর হাইস্কুল পারুলিয়া হাইস্কুলকে হারিয়ে ১-০ গোলে জয়লাভ করে। শেষে বিজয়ী দলগুলোকে অতিথিবৃন্দ পুরষ্কার প্রদান করেন।