কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় বিজিবি অভিযাান চালিয়ে উপজেলার বসন্তপুর বেড়ীবাধ এলাকা থেকে ৩৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। বুধবার (২৪ এপ্রিল) রাত ১২টা ১০ মিনিটের সময় দেবহাটা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার হারুন মিয়ার নেতৃত্বে দেবহাটা বিজিবির সদস্যরা বসন্তপুর বেড়ীবাধ এলাকায় ৩৮৪ বোতল ফেন্সিডিল সহ একটি সেম্ফনি মোবাইল ফোন আটক করেন। যার আনুমানিক মুল্য ১ লক্ষ ৫৪ হাজার ৭৫০ টাকা। তবে এসময় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
দেবহাটা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার হারুণ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিছু লোক ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিল নিয়ে আসছে খবর পেয়ে বিজিবির সদস্যরা ঐ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত বেড়ীবাধের উপর থেকে ৩৮৪ বোতল ফেনসিডিল সহ একটি মোবাইল ফোন আটক করেন।
তবে যারা এর সাথে জড়িত তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে হাবিলদার হারুন মিয়া জানান। আটককৃত ফেন্সিডিল বিজিবির হেডকোয়ার্টারে জমা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।