কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটার নাংলায় দিগন্ত ফাউন্ডেশনের পথচলার শুরুতেই ১০০ জন অসহায় মানুষের মধ্যে ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়েছে। ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় সহকারী মৌলভী মাওলানা মহিব্বুল্যাহ, মাওঃ আব্দুল আজিজ, আলহাজ্ব মোশাররফ হোসেন, ওমর আলী গাজী প্রমুখ, দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা মানব সেবায় আগামীতে ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


