দেবহাটা ব্যুরোঃ সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার দেবহাটা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আকতার হোসেন ডাবলুর বড় ভাই মোল্লা আকবর আলী সোমবার সকাল সাড়ে ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন।
তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্লানিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত কয়েক বছর যাবৎ তিনি ঘাতক ব্যাধি ক্যন্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি সোমবার সকালে মৃত্যুবরন করেন। নিহত আকবর আলী দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আক্কাস আলী মোল্লার বড় ছেলে ছিলেন। তার মৃত্যুতে দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশ করেছেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক আবু তালেব মোল্লা, সহকারী অধ্যাপক সাংবাদিক রাজু আহমেদ, সাংবাদিক আবু তালেব, প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সাংবাদিক ও সহকারী অধ্যাপক মির্জা মূহসীন আলী, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সাংবাদিক আব্দুল আলিম মিঠু, সাংবাদিক জি.এম আব্বাসউদ্দীন, সাংবাদিক হারুন-অর রশিদ প্রমুখ।