দেবহাটায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে
কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় সড়ক নিরাপত্তা আইন মন্ত্রী সভায় পাশ করা এবং শিক্ষার্থীদের দাবী মেনে নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বৃহষ্পতিবার সকালে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতনের নেতৃত্বে একটি শুভেচ্ছা মিছিল সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় অন্যান্যের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক কে.এম রেজাউল করিম, শিক্ষকদের মধ্যে ইয়াকুব আলী, মোসলেমা খাতুন, রেকসোনা তরফদার, অর্নব রায়, শাহনেওয়াজ আলী, আলমগীর কবির, আবু মুসা, ফারুক হোসেন, শেখ তহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দেবহাটা কলেজে অনুরুপ এক শুভেচ্ছা মিছিল দেবহাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুল হক, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক আকবর আলী, সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, সহকারী অধ্যাপক নাজিমউদ্দীন, সহকারী অধ্যাপক মির্জা মূহসীন আলী, সহকারী অধ্যাপক চঞ্চল দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন হাইস্কুলের আয়োজনে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষকদের মধ্যে সিদ্দিক আহমেদ মিঠু, ফজলু হোসেন, গৌর চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।