কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরোঃ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দেবহাটা উপজেলার কামটা গ্রামের মৃত অজেদ আলীর ছেলে। মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আব্দুল আজিজ শনিবার ভোররাত ৩ টার দিকে ইন্তেকাল করেন। শনিবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এসময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, মুক্তিযোদ্ধা সাবুর আলী সহ বিভিন্ন মুক্তিযোদ্ধাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।