দেবহাটায় বিটাকের সেপা প্রকল্পের হান্টিং প্রোগ্রামের উদ্বোধন

17

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো \ দেবহাটায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিটাক এর সেপা প্রকল্পের আওতায় বেকার যুবক ও যুব নারীদের জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামের শুভ উদ্বোধন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটাক এর ঢাকা মহানগরের পরিচালক সৈয়দ মোঃ এহেসানুল হক।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। অনুষ্ঠানে সভাপতি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ।

এসময় সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।