কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো \ দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৮ এবং জাতীয় কন্যা শিশু দিবসে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মুখে প্রধান সড়কে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্যা লালবানু কাদেরী, দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন হাইস্কুলের শিক্ষার্থী ইপ্তি, দেবহাটা মডেল প্রাইমারী স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থী লতা বিশ্বাস প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, সকল ইউনিয়ন থেকে আগত শতশত নারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। পরে একটি র্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জাতীয় কন্যা শিশু দিবসে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।