দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত

13

দেবহাটায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক এমপি
কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় সকাল ১০ টায় একটি শোক র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা মুক্ত মঞ্চে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী আওয়ামীলেিগর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ, মুক্তিযোদ্ধা শেখ তারামিয়া, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক সহ সুধীমন্ডলী উপস্থিত ছিলেন। পরে সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন শারীরিক প্রতিবন্ধীদেরকে সরঞ্জাম প্রদান করা হয়। শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর উপর কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া সখিপুর সাধ্যমিক বিদ্যালয়, নাংলা ডায়মন্ড ক্লাব, দেবহাটা হাইস্কুল, দেবহাটা কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে।