কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, ২৫ মার্চ গনহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক ইয়াছিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক অনুপ কুমার দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, ২৫ মার্চ গনহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।