দেবহাটায় প্রশাসনের উদ্যোগে ভিক্ষুকদেরকে বিনামূল্যে ছাগল বিতরন

9
লাল সবুজের কথা। Lal Sobujer Kotha
লাল সবুজের কথা। Lal Sobujer Kotha

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরোঃ দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদেরকে বিনামূল্যে ছাগল বিতরন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্দ থেকে প্রাপ্ত অর্থ থেকে উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে থেকে বাছাইকৃত মোট ৩৬ জন ভিক্ষুকদেরকে এই ছাগল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ।

এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ প্রশাসনের কর্মকর্তা, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।