দেবহাটা ব্যুরো॥ স্বচ্ছ ও জবাবদিহিতার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ শাখা অধীনে দেবহাটার পারুলিয়া ঘড়িয়াডাঙ্গা হাসানের বাড়ি হতে সামাদুলের বাড়ি পর্যন্ত এইচবিবি রাস্তার কাজের ঠিকাদার বাছাই প্রকাশ্যে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে কমিটির সদস্য, ঠিকাদার, সাংবাদিকদের উপস্থিতিতে উক্ত ড্র সম্পন্ন হয়।
এতে প্রথমস্থান অর্জন করে কালিগঞ্জের এ ইসলাম কর্পোরেশন এবং ২য় হয় শীতলপুর গ্রামের আব্দুল হামিদ। ঠিকাদার বাছাই কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপ-সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী ওয়ালীউল্যাহ, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিযন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ঠিকাদার মাহমুদুল হক লাভলু,
ঠিকাদার কেএম রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী রাজু আহমেদ, মুহাম্মাদ খাইরুল ইসলাম, শরিফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
উল্লেখ্য যে, ১৮/০২/১৯ তারিখে পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়। এতে ১০৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যার মধ্যে ত্রুটির কারণে ৩টি বাতিল হয়। অবশিষ্ট ১০৫টির মধ্যে লটারী সম্পন্ন হয়।