কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা দেবহাটা থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা থানা পুলিশের আয়োজনে রবিবার থেকে শুরু হওয়া “সুখে দুঃখে দিবানিশ, মানবতার পাশে বাংলাদেশ পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে সফল হোক পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুধীমহলের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার এডিশনাল এসপি মোঃ ইলতুতমিশ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সার্বিক সঞ্চালনায় এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, এসআই হেদায়েত হোসেন, এসআই মামুনুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক আব্দুর রব লিটু, সাংবাদিক নির্মল কুমার মন্ডল, আনন্দ টিভির প্রতিনিধি সুজন ঘোষ, সাংবাদিক দিপঙ্কর বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারন জনগন অংশগ্রহন করেন।
এ সময় প্রধান অতিথি সাধারন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং সবার নিরাপত্তা নিশ্চিতকরনে পুলিশ সর্বদা তৎপর বলে উল্লেখ করে বলেন, জনগনকে সেবা দেওয়াই পুলিশের কাজ। যদি কেউ কোন ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।