দেবহাটা ব্যুরো: দেবহাটায় তথ্য অফিসের আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ২০২১ ভিশন বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক প্রভাষক রাজু আহমেদ। প্রধান অতিথি হিসেবে সরকারের বিভিন্ন সাফল্য অর্জন ও ভিশন ২০২১ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে প্রভাষক ও দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, সুমন বাবু, আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, কে.এম রেজাউল করিম, প্রভাষক ইয়াছিন আলী, সুজন ঘোষ, লিটন ঘোষ বাপী, দিপঙ্কর বিশ্বাস, সজল ইসলাম, তথ্য অফিসের মীর আজিজুর রহমান, বাসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রবিবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে একই বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ছাড়াও সুধীমহল উপস্থিত থাকবেন।