দেবহাটায় জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধনে র‌্যালী ও আলোচনা সভা

22
জাতীয় স্যানিটেশন মাস
জাতীয় স্যানিটেশন মাস

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস-২০১৮ উপলক্ষ্যে উদ্বোধনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে হাত ধোয়া দিবসের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সাসের শামিম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মহিদুল ইসলাম প্রমুখ।