দেবহাটায় ছাত্র-ছাত্রীদর মাঝে বয়ঃসন্ধিকাল সম্পর্কে সচেতনামূলক প্রশিক্ষন

7

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরর বাস্তবায়ন, উপজেলা প্রশাসনের আয়াজনে এবং জাইকার সহযোগীতায় ইউজিডিপি প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদর মাঝে বয়ঃসন্ধিকাল সম্পর্কে সচেতনামূলক ২ দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ছে ।

প্রশিক্ষন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ।

সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার। উপজলার ৫টি ইউনিয়নর ৫টি স্কুলের ১০ জন করে মোট ৫০ জন ছাত্র-ছাত্রীকে নিয় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার রায় ও সখিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তবিবুর রহমান।

সোমবার উক্ত প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হবে। এসময় ছাত্র-ছাত্রীরা ছাড়াও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলন।