কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটা উপজেলায় সোমবারে (৩১ শে মে) সখিপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর সখিপুর বিলে ঘেরে মাছ চুরি করার সময় উত্তর সখিপুর গ্রামের মনিরুল ইসলাম নামের এক চোরকে স্থানীয় ঘের ব্যবসায়ীরা আটক করে।
পরে ইউপি সদস্যকে জানালে তাকে গ্রাম পুলিশদের সহায়তায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ঘের ব্যবসায়ী ও গ্রামবাসীদের মতামতের ভিত্তিতে আটককৃতকে মুসলেকা নিয়ে ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সম্মুখে তার পরিবারের সদস্যদের কাছে বুঝে দেন।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। ইউপি সদস্য মোকলেছুর রহমান, ইউপি সদস্য আকবার আলী, সখিপুর উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্লাহ আল আজাদ, আওয়ামী লীগ নেতা আবু রায়হান, ফারুক হোসেন সহ শতাধিক ঘের ব্যবসায়ী ও এলাকাবাসী।