কে এম রেজাউল করিম, দেবহাটা : দেওয়াটাই প্রথম কারোনা আক্রান্ত ব্যক্তি এবং সাথে থাকা প্রতিষ্ঠানিক করেন ব্যক্তি ও লকডাউন থাকা পরিবারের মাঝে খাবার বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা। বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন খান বাহাদুর আহছান উল্লা কলেজে এবং উপজেলার বসন্তপুর গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন জেলা পরিষদ সদস্য আল-ফেরদাউস আলফা, সদর ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী, ইউপি সদস্য আরমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম প্রমূখ।
জেলা পরিষদ সদস্য আলফার পক্ষ থেকে কোয়ারেন্টাইন এ থাকা আক্রান্ত রোগীকে উন্নত মশারি, পানির ফ্লাক্স, ফল ও বিভিন্ন খাবার সামগ্রী প্রদান করা হয়। একই সাথে কোয়ারেন্টাইন এ থাকা বাকি ২৩ জনের মাঝে আট দিনের খাবার ও ইফতারি সামগ্রী প্রদান করা হয়।
এদিকে নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিকের পরিবার সহ ১০ পরিবারসহ লকডাউন ঘোষণা করা পরিবারের মাঝে দশ দিনের খাবার এবং আশেপাশের আরও ২৩ পরিবারকে ৫ কেজি চাউল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য যে গত পহেলা মে নারায়ণগঞ্জ থেকে ওই ব্যক্তি সহ আরো ২৪ ব্যক্তি এলাকায় ফিরলে তাদেরকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর ৩ মে ১০জনের নমুনা সংগ্রহ করে খুলনায় প্রেরণ করা হয় । ৫মে আশা রিপোর্টে একজনের করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে আক্রান্ত ব্যক্তি সহ বাকিরা প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রয়েছে।