দেবহাটায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী উপহার হিসাবে চেক বিতরণ

40

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনাভাইরাস (COVID-19) প্রাদুর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়নের ২২১ টি মসজিদের মধ্যে নওয়াপাড়া এবং সখিপুর ইউনিয়নের মসজিদের ইমাম/সভাপতিদের নিকট ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, ক্রস চেকের মাধ্যমে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে প্রদান করা সম্পন্ন হয়।

উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজিয়া আফরীন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমাম ও সভাপতি বৃন্দ।