কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ।। দেবহাটায় জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের পক্ষে দুঃস্থদেরকে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় দেবহাটা ফুটবল মাঠে আয়োজিত উক্ত বিতরন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুঃস্থদেরকে ঈদ সামগ্রী বিতরন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ১৮০ জনের মধ্যে প্রতিজনকে চাল ৫ কেজি, ডাউল ১ কেজি, আলু ২ কেজি, তৈল ৫০০ গ্রাম, চিনি ১ কেজি ও সেমাই ১ কেজি করে বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন এসময়, সকলকে করোনায় আতর্কিত না হয়ে সতর্কতা ও সাহসের সাথে এই বৈশ্বিক মহামারি মোকাবেলা করার আহবান জানান। ইউএনও সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসা এবং সরকারী সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।