কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটার পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এবং ইউনিয়নের ৫ ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার দুপুর সাড়ে ১২ টায় পারুলিয়া লিমপিড গার্ডেনের আ¤্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ৩নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন।
এসময় দেবহাটা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক আবু বকর গাজী, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক এ.এইচ সোহাগসহ আঃলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।