দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট যাত্রা অভিনেতা নায়ক আব্দুল হান্নান অভিনীত সামাজিক যাত্রাপালা নিয়তি কাদছে ভাগ্যের কারাগারে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীতে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। ভোমরার মাস্টার শফিকুল ইসলামের রচনা ও পরিচালনায় অনুষ্ঠিত উক্ত যাত্রাপালায় নায়কের অভিনয় করবেন আব্দুল হান্নান।
এছাড়া আরো অভিনয় করবেন বকুল, সুকুমার, মনা, গোবিন্দ, দেবব্রত, অমিত, তরিকুল, পবিত্র, শহিদুল, মাখন, মনোরমা, শেফালী ও কল্পনা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন যথাক্রমে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মহসীন আলী ও সাতক্ষীরা জেলা আঃলীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ। উক্ত সামাজিক যাত্রাপালায় সকলকে উপস্থিত হতে আব্দুল হান্নান অনুরোধ করেছেন।