দেবহাটার সদর ইউনিয়নের দুঃস্থ মহিলাদেরকে সেলাই মেশিন প্রদান

18
লাল সবুজের কথা। Lal Sobujer Kotha
লাল সবুজের কথা। Lal Sobujer Kotha

দেবহাটা ব্যুরোঃ দেবহাটা উপজেলার ৫নং দেবহাটা সদর ইউনিয়নের আয়োজনে সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে ইউনিয়নের অসহায় ও দুঃস্থ মহিলাদেরকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ পিবিজি বরাদ্দের অর্থায়নে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটার বিশিষ্ট সমাজসেবক এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ¦ আবুল কাশেম ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল ফজল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব শেখ কামরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আজগার আলী, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য শরিফুল ইসলাম, ইউপি সদস্যা শাহনাজ পারভিন প্রমুখ। এসময় ১৭ জন মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।