দেবহাটার সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সাথে রুহুল হক এমপির মতবিনিময়

21
দেবহাটা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ সাবেক স্বাস্থ্য মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ রুহুল হক এমপি দেবহাটার সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের সাথে বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এক মতবিনিময় সভায় মিলিত হন। সখিপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ রুহুল হক এমপি।

মতবিনিময়ে রুহুল হক এমপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সরকারের উন্নয়নের জন্য জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে যে সম্মান দিয়েছেন তা উল্লেখ করে রুহুল হক বলেন, দেশের এই উন্নয়নকে চলমান রাখতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আর সরকারের এই উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরতে তিনি সকল জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।

দেবহাটার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ননা দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করে ডাঃ রুহুল হক এমপি বর্তমান সরকারের সময়ে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, প্রতিরক্ষাসহ প্রতিটি সেক্টরে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দেবহাটা উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসা এবং দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে রুহুল হক বলেন, সকল ইউনিয়নে রাস্তাঘাট, সাইক্লোন সেন্টার, সখিপুর কেবিএ কলেজ ও দেবহাটা বিবিএমপি হাইস্কুলকে সরকারীকরন, দেবহাটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরী সহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা এখন মধ্যম আয়ের দেশ। দেশের এ উন্নয়নকে ধরে রাখতে হলে বার বার দরকার শেখ হাসিনার সরকার। নৌকা উন্নয়নের প্রতিক।

তাই দেশের এ অভুতপূর্ব উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী সহ সকল ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। এর আগে সকালে রুহুল হক দেবহাটার বিভিন্ন ইউনিয়নে পথসভা করে নৌকায় ভোট প্রার্থনা করেন।