দেবহাটার নওয়াপাড়া ও সদর ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ

10
দেবহাটার নওয়াপাড়া ও সদর ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ

দেবহাটা ব্যুরো॥ দেবহাটার নওয়াপাড়া ও সদর ইউনিয়নে ২০১৯-২০২০ চক্রের ভিজিডির চাউল বিতরণ হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ৫৭০ পরিরারের মাঝে ভিজিডির চাউল বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আবুল কাসেম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ইউপি সদস্য আবুল খায়ের তারু, মিজানুর রহমান, আসমাতুল্লাহ গাজী, মুজিবর রহমান, আকবর আলী, ফতেমা খাতুন, হামিদা খাতুন, আল্পনা অধিকারি প্রমুখ।

এছাড়া সদর ইউনিয়নে ৩৭০ পরিরারের মাঝে ভিজিডির চাউল বিতরন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আজগর আলী, হাবিবুর রহমান মাসুম, মাহবুবুর রহমান বাবলু, এবাদুর রহমান, আব্দুল জলিল, কামরুল ইসলাম, শরিফুল মোল্লা প্রমুখ।