দেবহাটায় ২২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

25
দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ানে ২২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতারণ

কে এম রেজাউল করিম, দেবহাটা : সোমবার সকালে (৪ঠা মে) দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ ২২৫ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। সরকার হইতে প্রাপ্ত ২.২৫০ সেঃ টঃ চাউল ২২৫ জন অসহায় পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে ১০ কেজি চাউল ও ১ লিটার তৈল বিতারন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহামান দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুসার গাইন সহ ইউপি সচিব কামরুজ্জামান ইউ’পি সদস্য আবুল কাসেম আকবর আলী নুরুজ্জামান সরদার আসমাতুল্যা গাজী মিজানুর রহমান মনিরুজ্জামান মনি আবুল খায়ের তারু ইউপি সদস্য মিছেস ফতেমা খাতুন, আল্পনা অধীকারি ইউপি সদস্য হামিদা খাতুন ঘরে থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার কে সুরক্ষিত রাখুন জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না মাক্স ব্যাবহার করুন।