দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে সোমবার বিকাল ৪ টায় আশকারপুর প্রাইমারী স্কুল প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন কমিটির আহবায়ক আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা যুব সংহতির সভাপতি হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম। ওয়ার্ড কমিটির সদস্য সচিব ইমরান হোসেন ও এশার আলী সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সবার সম্মতিক্রমে অহিদুল রহমানকে সভাপতি এবং জাকির হোসেনকে সাধারন সম্পাদক করে নওয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা যুব সংহতির কমিটি গঠন করা হয়।