দেবহাটার চেয়ারম্যান “মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে” শ্রেষ্ঠত্ব অর্জন

80

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) :  দেবহাটার পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে শ্রেষ্ঠত্ব

অর্জন করেছেন। গত বিশ্ব জনসংখ্যা দিবসে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জেলা পর্যায়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চেয়ারম্যান বাবুর হাতে এই পুরষ্কার তুলে দেন। জানা গেছে, গত ১১জুলাই, ২০২৩ ইং মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবসে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত একটি র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠত্ব সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্ব সাতক্ষীরা জেলায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে শ্রেষ্ঠত্ব ও উল্লেখযোগ্য অবদানের জন্য সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করে পুরষ্কার ও সনদ বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে  সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে জেলার মধ্যে শ্রেষ্ট হিসেবে মনোনীত করা হয়।

সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে শ্রেষ্ঠত্ব সনদ ও পুরষ্কারটি শ্রেষ্ঠ চেয়ারম্যানের হাতে উঠিয়ে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এই পুরষ্কারটি পারুলিয়া ও দেবহাটাবাসীর উল্লেখ করে বলেন, তিনি সবসময় সাধারন মানুষের কল্যানে নিবেদিত থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন।

এছাড়া তিনি বলেন, সাধারন মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের নির্দেশনা বাস্তবায়নে তিনি সর্বদা সচেষ্ট। ন্যায়, নীতি ও জবাবদিহিতার আলোকে কাজ করার ফসলই এই পুরষ্কার বলে চেয়ারম্যান বাবু জানান। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেছেন।