দেবহাটার কেবিএ কলেজ সরকারী গেজেট হওয়ায় ব সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক এমপির নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়
কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটার কেবিএ কলেজ সরকারী হওয়ার গেজেট হওয়ায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রুহুল হক এমপির নেতৃত্বে বৃহষ্পতিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শুরু হওয়ার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। আনন্দ মিছিলটি শেষে সখিপুর মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও কেবিএ কলেজ গভর্নিং কমিটির সভাপতি আলহাজ¦ অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও কলেজ গভর্নিং কমিটির সদস্য মনিরুজ্জামান মনি, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সখিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি কলেজ গভর্নিং কমিটির সদস্য সরদার আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক সাব্বির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান তন্ময় ও সাধারন সম্পাদক হাসিব আহমেদ ইপ্তি সহ সকল শিক্ষক/শিক্ষিকামন্ডলী ও সুধীজন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রুহুল হক প্রধানমন্ত্রী শেক হাসিনাকে বিদ্যানন্দিনী দেশরত্ন আখ্যায়িত করে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে সহ দেশের সকল স্তরে যে উন্নয়ন করে চলেছেন তা স্বাধীনতার পরে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। দেশে বিদেশে আজ বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল। আর তাই এই ধারাবাহিকতা রক্ষার জন্য শেখ হাসিনার হাতকে আরো মজবুত করে আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে।