দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ শেখের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

47

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) : দেবহাটা উপজেলার মাঘরী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ শেখের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১৩ জুলাই বাদ যোহর মরহুমের মাঘরী গ্রামস্থ মসজিদ প্রাঙ্গনে জানাজার পূর্বে গার্ডঅব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা পুলিশ লাইনের এসআই এবি ৩৫ মোহাম্মদ মোসলেমউদ্দীনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, দেবহাটা থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলীসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে পারিবারিক কবরস্থানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদের দাফন সম্পন্ন করা হয়।

মরহুম আব্দুল মজিদ শেখ মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকালে তিনি স্ট্রোকজনিত কারনে নলতার সেহারা গ্রামে অসুস্থ অবস্থায় তার মেয়ের বাড়িতে মৃত্যুবরন করেন।