দীর্ঘ ২ বছরেও আপডেট হয়নি সাতক্ষীরার বিটিসিএল ওয়েবসাইট

20

মো. জাবের হোসেনঃ দীর্ঘ ২ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) সাতক্ষীরার সরকারী ওয়েবসাইটে কোনো আপডেট করা হয়নি। নিজ নিজ কাজ সম্পর্কে কেউ তেমন কিছু বলতে পারেনা।

একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্পের অধীনে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক ৬৪টি জেলা তথ্য অফিস ও ৪টি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচার কৌশলের মাধ্যমে আন্ত:ব্যক্তিক যোগাযোগ সাহাপনের লক্ষে প্রচার কার্যক্রম বাস্তবায়ন।

তৃণমূল পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার আওতা বর্হিভূত জনগোষ্ঠীকে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শণীর মাধ্যমে সরকারী সেবা সম্পর্কে অবহিতকরণ,ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রকে পরিচিতিকরণ,তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সক্ষমতাবৃদ্ধির জন্য মতবিনিময়,সেবা কেন্দ্র পরিদর্শণ করে সমস্যা সম্ভাবনা যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরছে গণযোগাযোগ অধিদপ্তর।

এছাড়া একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় গণযোগাযোগ অধিদপ্তর ৬৪টি জেলা তথ্য অফিস ও ৪টি উপজেলা অফিস দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতে ফটোগ্রাফী এক্সিবিশন আয়োজন করে।ফটোগ্রাফী এক্সিবিশন এ নির্বাচিত ছবিগুলো বাংলাদেশ পোর্টাল সহ বিভিন্ন পোর্টালে ব্যবহ্নত হয়। এ অধিদপ্তর সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের অগ্রগতি মিডিয়ার কাছে তুলে ধরতে প্রেস ব্রিফিং করে।

এর উদ্দেশ্য হলো সরকারি সেবা প্রদানের প্রচলিত দৃশ্যপট বদলে সমাজের সকল শ্রেণীর মানুষের দোরগোড়ায় সস্তায়, সহজে, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেয়াই ডিজিটাল বাংলাদেশের মূল উদ্দেশ্য।

এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা, বিভাগ ও মন্ত্রণালয় পর্যন্ত সর্বত্র সমন্বিত ই-সেবা কাঠামো গড়ে তুলেছে। ফলে যে কোনো জায়গা থেকে জনগণ যে কোনো সময় তার জন্য প্রয়োজনীয় সকল প্রকার সেবা গ্রহণ করতে পারবে। এতে সাধারণ মানুষের সময়, ভোগান্তি কমেছে, স্বাচ্ছন্দতা বেড়েছে এবং জনজীবন সহজ হয়েছে। মানুষের কর্মসময় বৃদ্ধি পেয়েছে।

দেশের উন্নতি ত্বরান্বিত হওয়ার লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প পরিচালিত হচ্ছে দেশব্যাপী। যার কারিগরি সহায়তায় রয়েছে ইউএনডিপি। এ প্রকল্পের অধীনে প্রথম ধাপে সহজে বাস্তবায়নযোগ্য উদ্যোগের মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় সব মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর নিজস্ব উদ্যোগে বৃহৎ পরিসরে ই-সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। এটুআই প্রকল্পের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি নাগরিক কোনো না কোনো ই-সেবা উপভোগ করছে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য দীর্ঘ ২ বছরেও আপডেট হয়নি সাতক্ষীরার বিটিসিএল ওয়েবসাইটি। ওয়েবসাইটটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছে ২০১৮ সালের ২৮ শে জানুয়ারি।কাজের এমন অবস্থা দেখে বোঝা যায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেমন কাজ করেন।

সরকারী অনেক তথ্য নাগরিকরা এখন ঘরে বসে নিতে পারে।কিন্তু সাতক্ষীরার বিটিসিএল ওয়েবসাইটের কোনো আপেডট না থাকায় জনগন সেখান থেকে কোনো তথ্য নিতে পারছেনা।

ইয়াসিন আলি নামের এক গণমাধ্যম কর্মী জানান, সত্যি দুঃখজনক ঘটনা এটা।দায়িত্বে অবহেলার কারণে ২ বছর পার হলেও ওয়েবসাইট অাপডেট হয়নি। সাতক্ষীরা বিটিসিএল ওয়েবসাইট থেকে কোনো প্রকার সেবা জনগন পাচ্ছেনা।

সরেজমিনে জেলা বিটিসিএল অফিসে গিয়ে দেখা চার-পাঁচজন অফিসে বসে আছে।বসে গল্প আড্ডা করছে।

এ বিষয়ে জেলা বিটিসিএল’র জুনিয়র সহকারী ম্যানেজার আব্দুস ছাত্তার বলেন, আমি নতুন দায়িত্ব পেয়েছি।মাত্র ২ মাস এসেছি।তাই এখানকার কোনো বিষয়ে তেমন কিছু জানিনা।

অপরদিকে জেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন বলেন, আমি এসব বিষয়ে কিছু জানিনা।

এসময় আব্দুস ছাত্তার কামরুল নামে এক জনকে ডাকেন।অার বলতে থাকেন এই কামরুল এদিক আসো।আজ থেকে কম্পিউটার নিয়ে বসবা।নেটের সকল কাজ করবা ইত্যাদি ইত্যাদি।