বিশেষ প্রতিবেদক
:
সাতক্ষীরা কলারোয়ার দেয়াড়াস্থ খোরদো বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়া বাজারপাড়ার কবিরুল ইসলাম (কবু)(৪০)ইন্তেকাল করেছেন ।
২৯ শে জুলাই রবিবার সন্ধ্যা ৬টার দিকে
নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বলে তার স্বজনরা জানিয়েছেন (ইন্নালিল্লাহে……. রজিউন
)।
পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়া মৃত কবিরুল ইসলাম কবু বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন যায়গায় চিকিৎসকদের চিকিৎসার মাধ্যমে অনেকটাই ভালো এবং সাভাবিক জীবন যাপন করছিলেন ।
তাছাড়া একটা অপারেশন চেষ্টার মাধ্যমে দুনিয়ায় বেঁচে থাকার আশায় অনেক অর্থ খরচ করে সৃষ্টিকর্তার রহমতে জীবিত ছিলেন বলে কান্নাঁয় ভেঙে পড়ে একমাত্র সন্তান মোঃ সুমন হোসেন ।
অপারেশন তার আর নছিবে জুটল না। দুনিয়া ও স্বজনদের মায়া ত্যাগ করে ছেড়ে যেতে হল তাকে।
পরিবারের সদস্যরা কাঁন্নাজড়িত কন্ঠে আরও বলেন,গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।
এবং সেখান থেকে গতকাল শনিবার ফিরে এসে,বাড়িতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন বলে মৃতের ভাই আঃ গফুর জানান ।এবং এশাবাদ কাফন দাফনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মৃত্যুর সময় রেখে যান একটি সন্তান মোঃ সুমন হোসেন (২২)ও তার বিধবা স্ত্রীকে।
মৃত কবিরুল ইসলামের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।