ডেস্ক নিউজ : সাতক্ষীরা সরকারি কলেজের এবং তার আশেপাশের পরিবেশ নষ্ট করছে স্থানীয় কিছু বখাটে।মেয়েদের উত্যাক্ত করা,বিভিন্ন ধরনের নেশাভান করা,মারপিট,চাদাবাজি,ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে সাধারন মানুষকে হয়রানি করা সহ নানা রকম অসামাজিক এবং আইনবিরোধী কার্যকলাপের সাথে তারা জড়িত।
তাদের বিরুদ্ধে স্থানীয় মানুষের মুখে নানারকম অভিযোগ শোনা যায়।থানা এবং ফাঁড়িতে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্বেও তারা দিনের পর দিন এভাবেই তাদের আইনবিরোধী কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।
তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিতরে যেমন,মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা, স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের দেখে অকথ্য ভাষাই উত্যাক্ত করা,এলাকায় বিভিন্ন ধরনের গুন্ডামি করা,টাকার বিনিময়ে কাওকে মারধোর করা এবং ছুরি/চাকুর ভয় দেখিয়ে এলাকায় নিজেদের দাপট সৃষ্টি করাসহ আরও বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তারা তাদের পরিবারকে এবং তাদের জনজীবনে অনেক বাঁধা-বিপত্তি সৃষ্টি করে যার কারনে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পায়।বর্তমানে সাতক্ষীরার আইনশৃংখলা বাহিনী এত দায়িত্ববান এবং নিরাপত্তার সাথে কাজ করছে যার জন্যে সাতক্ষীরাবাসী নিশ্চিন্তে তাদের সামাজিক জীবন কাটাতে পারছে।এই সময়ে আইনশৃংখলা ভঙ্গ করে তারা যে আইনবিরোধী কার্যকলাপ করে যাচ্ছে তার বিরুদ্ধে অনেকেয় তীব্র নিন্দা জানিয়েছে এবং সাথে সাথে তাদের এই ধরনের কার্যকলাপ বন্ধের জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।নতুবা অচিরেই তারা সবার ভয় এবং আতঙ্কের কারন হয়ে উঠবে।সাথে সাথে সাতক্ষীরাবাসীর দাবি তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়া হোক।