নিজস্ব প্রতিনিধি ।। তালা উপজেলার নগরঘাটায় ইউনিয়নে এক ইউপি সদস্য ৭০ বছর বয়ষ্ক এক বৃদ্ধকে মারপিট করেছে। ঘটনাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মিঠাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বুধবার (১০ই জুন) সকালে ঘটে। এ ঘটনায় এলকাবাসী মেম্বারের বিচার দাবি করেছে।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ত্রাণের চাল পেতে ১০০০ টাকা দেন ঐ গ্রামের বয়োবৃদ্ধ নুর ইসলাম ( ৭০) মেম্বার আব্দুস সামাদকে। দীর্ঘদিন কার্ড না পাওয়াই টাকা ফেরত চান তিনি। এছাড়া ওই ইউপি সদস্যের নামে গত মঙ্গলবার “দু:স্থদের ত্রাণের তালিকায় ইউপি সদস্যের স্ত্রীসহ বৃত্তবানরা, অসহায়রা বঞ্চিত” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যেটি টক অফ দ্যা ইউনিয়নে পরিণত হয়। সবার মুখে মুখে ইউপি সদস্য সামাদের কথা আলোচনা করতে শোনা যায়।এছাড়া বয়ষ্ক ব্যক্তিটি তার কার্ডের জন্য দেয়া ঘুষেরর টাকা মেম্বারের কাছে ফেরত চান এতে ক্ষুব্ধ হয়ে নুর ইসলামকে চড় থাপ্পড় মারে শত শত মানুষের সামনে। এ ঘটনার পর থেকে বৃদ্ধ মানুষটি লোক লজ্জার ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না।
পাঁচ মেয়ে ও এক পুত্র সন্তানের পিতা নুর ইসলাম।জমিজমা কিছুই নেই।ত্রাণের পাওয়া ছোট চাঁচের বেড়ায় ঘেরা ঘরে স্ত্রী, ছেলের বৌকে নিয়ে কোনোরকম পাটিসন দিয়ে বসবাস করেন।জীবনের শেষ বেলায় খাদ্যের জন্য শারীরিক লাঞ্চনার স্বীকার হতে হবে এ কথা ভেবে তাঁর মরে যেতে ইচ্ছে করছে বলে জানান।