নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) – এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে প্রসপারিটি প্রকল্পের আওতায় দৃষ্টিদান চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় বিনামূল্যে ১৫০ জনকে প্রাথমিক চিকিৎসা ও অপারেশন এর ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খুলনা জেলার তেরখাদায় উক্ত কার্যক্রমে সেবা প্রদান করেন দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার, নার্স ও টেকনিক্যাল কর্মকর্তাগণ।
এসময় উপস্থিত ছিলেন, উন্নয়ন সংস্থার তেরখাদা শাখার শাখা ব্যবস্থাপক মো. ফরহাদ গাজী, এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার সর্ণা পাল (নিউট্রেশণ) ও সিএনএইচপি বৃন্দ।