এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালায় ভারতীয় রুপি ,সাদা কাগজের স্লিপ প্যাড সহ মো: আলা-উকিল (৩৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ । সে আশাশুনী উপজেলার মৃত আফিল উদ্দীন সরদার পুত্র ।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তালা থানাধীন মেসেরডাঙ্গা ব্রিজের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর হইতে ভারতীয় একশত টাকার নোট পাঁচটি ও পচিঁশটি সাদা কাগজের স্লিপ প্যাড সহ আসামী মোঃ আলা-উকিল কে গ্রেফতার করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীকে গ্রেফতার পুর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে।