পাটকেলঘাটা প্রতিনিধি ॥
রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার মামলায় পুলিশের হাতে গ্রেফতার হলেন তালা উপজেলা কৃষক দলের সভাপতি আলী হোসেন। তার নামে পাটকেলঘাটা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সরকারের বিভিন্ন সময় বিশেষ অভিযান চললেও ধরাছোঁয়ার বাইরে থেকেছেন তিনি। রবিবার রাত ২টার দিকে আত্নগোপনে থাকা অবস্থায় নিজ বাড়ী থেকে পুলিশ নাশকতা সৃষ্টির অপরাধে তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের বরকত আলী মোড়লের পুত্র আলী হোসেন (৪৯) গত ২২/০৭/১৮ তাং এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করে। এঘটনায় পাটকেলঘাটা থানায় একটি বিষ্ফোরন আইনে মামলা হয়। যার নং-৮। এছাড়া আগে ২ (৭) ১৮ এর মামলার আসামী হিসেবে পলাতক থাকায়ও পাটকেলঘাটা থানার এস আই আছাদুজ্জামান আসাদ গ্রেফতার করে। উক্ত ২টি মামলা প্রেক্ষিতে রাতে বাড়ীর একটি গোপন জায়গা থেকে তালা উপজেলা কৃষক দলের সভাপতি আলী হোসেন কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে রয়েছে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। সোমবার সকালে জেল হাজাতে প্রেরণ করছে।