তালা উপজেলার প্রথম নারী ইউএনও সাজিয়া আফরীনের যোগদান

43

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলা নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে দায়িত্ব ভার গ্রহন করেছেন সাজিয়া আফরীন।তিনি তালা উপজেলার প্রথম কোনো নারী ইউএনও।

রবিবার (০১ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অনিমেশ বিশ্বাসের নিকট থেকে তিনি ওই দায়িত্ব ভার গ্রহন করেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানের পূর্বে তিনি খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। দ্বায়িত্ব পালনে তিনি তালা উপজেলাবাসী সহযোগিতা কামনা করেছেন ।