তালায় ১৮৫টি পূজামন্ডপে সরকারী অনুদান প্রদান

9
পূজামন্ডপে সরকারী অনুদান প্রদান

মোঃ মামুন হোসেনঃ শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা তালা উপজেলায় ১৮৫টি পূজামন্ডপে অনুদান হিসেবে ৯১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

গতকাল সোমবার (১৫ অক্টোবর) সকালে তালা সরকারি কলেজে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, জেলা কৃষকলীগে ও হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বাজৎ সাধু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।