তালায় ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার

11
তালায় ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার

এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালার জাতপুর বাজার থেকে ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।

জাতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলের নেতৃত্বে মঙ্গলবার বিকালে জাতপুর বাজার এলাকায় গাড়ি চেকিং চলাকালীন সময়ে দ্রুত গতিতে আসা একটি ইঞ্জিনভ্যানকে দাড় করানোর চেষ্টা করা হয় । তখন চালক ভ্যান রেখে পালিয়ে যায়।এসময় তল্লাশী চালিয়ে ভ্যানের নিচে অভিনব কায়দায় রাখা ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।