এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালায় স্বপ্ন কর্মীদের ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণে গ্রাম আদালত নিয়ে আলোচনা করা হয়েছে। রবিবার উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে স্বপ্ন প্রকল্প ২১জন কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ।
এ সময় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তাদের বেতনের টাকা পেয়ে আই জি এ কিনে নিজেদের স্বাবলম্বী হতে হবে । তাছাড়া গ্রাম আদালতের লিফলেট সকলের হাতে দিয়ে বলেন তোমাদের বা পাড়া প্রতিবেশীদের কোন সমস্যা হলে দালাল চক্রে,থানা,কোর্টে না গিয়ে স্থানীয় ভাবে বিরোধ নিষ্পতি করার জন্য অল্প সময়ে স্বল্প খরচে গ্রাম আদালতে আসার আহবান জানান।
এসময় আরও উপস্থিতি ছিলেন সচিব রুবায়েত হোসেন,ইউপি সদস্য আনারুল ইসলাম,কালিদাশ অধিকারী, আতিয়ার রহমান,শেখ আ: রশিদ,শেখ মোস্তফা,পলাশ কুমার ঘোষ,আশরাফুল আলম,আ: রাজ্জাক,পারুল বিবি,সোনালী চৌধুরী, আবেদা বেগম,গ্রাম আদালত সহকারী ওয়ালিদ হোসেন অপু সহ স্থানীয় সুধী জন।