এসএম বাচ্চু, তালা প্রতিনিধি: সাংবাদিক এমএ ফয়সালের পিতা সাবেক ইউপি সদস্য প্রবীন হোমিও প্যাথিক ডাক্তার আব্দুল হানেফ আলী(১০১) আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানাযায়,সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ গ্রামের প্রবীন হোমিও প্যাথিক ডাক্তার হানেফ সরদারের বয়স ১০০শত বছরের অধিক হওয়ার কারনে বেশ কিছু দিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। গতকাল রাত আনুমানিক ১২ টার দিকে মৃত্যুবরন করেন। শুক্রবার স্থানীয় মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে জুম্মা বাদ জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা আয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, দক্ষিণঞ্চাল নিউজ ক্লাবের সভাপতি এমএ মান্নান,সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, উপজেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা(সুনাম) কমিটির সভাপতি শেখ ইমরান, সাধারণ সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও শুশীল সমাজের নেতৃবৃন্দ।