তালায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

11

এসএম বাচ্চু,তালা থেকে : তালায় মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে । গতকাল দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রাত্র ১২ টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন তালা উপজেলা প্রশাসন ও তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, তালা থানা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি,জাতীয় ছাত্র সমাজ,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি, জাসদ, তালা সরকারি কলেজ, তালা মহিলা কলেজ, মুক্তিযোদ্ধা কলেজ,তালা প্রেস ক্লাব,তালা রিপোটার্স ক্লাব, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন এনজিও ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ১মিনিট নিরাবতা পালন করা হয়।

সকালেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন । শ্রদ্ধা নিবেদন শেষে তালা উপশহরে প্রভাত ফেরী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, আলোচনা সভার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম,তালা থানার অফিসার ইনচার্জ মো:মেহেদী রাসেল,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল হক , সংস্কৃতি ব্যক্তিত্ব সৈয়দ জুনায়েদ আকবর প্রমুখ।