এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলায় মসজিদে ফ্যানের সাথে রশি দিয়ে এক বৃদ্ধার আত্মহত্যার করেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
এলাকাবাসী জানান,উপজেলার জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামের মৃত: খোদবক্স আলী মোড়লের পুত্র বিলাত আলী মোড়ল (৬৫) সকালে মসজিদে ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। আমরা সকালে তাকে ঝুলান্ত অবস্থায় দেখতে পাই । পরে তাকে রশি থেকে নামিয়ে স্থানীয় চিকিৎসক ডাকলে তাকে মৃত্যু ঘোষনা করেন।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, আমি মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। বৃদ্ধ লোকটি রাতে সেহেরী করে মসজিদে ছিলেন। সে বিভিন্ন রোগে আক্রান্ত সহ মানসিক ভাবে অসুস্থ ছিলেন। ধারনা করা হচ্ছে সকালে সকলের অজান্তে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।