তালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

13
তালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

এসএম বাচ্চু,তালাঃ তালায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) ২০১৮ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (শনিবার)ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান- এই স্লোগানকে সামনে রেখে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শেখ কুদরত-ই-খুদা,র সভাপত্বিতে উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন ।

স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাযায়,গতকাল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দেশব্যাপী একযোগে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৮৯টি কেন্দ্রের মাধ্যমে তালা উপজেলায় ৬-১১ মাস বয়েসী ২ হাজার ২৯৮ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১-৫বছরে ২৭ হাজার ৮৬৫ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল মোট ৩০হাজার ৬৩ জন শিশুকে খাওয়ানোর লক্ষ্য মাত্রা গ্রহন করা হয়েছিলো তার মধ্যে আমরা ৯৯.৯৯ ভাগ সফল হয়েছি।