তালায় ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জোর প্রচারনা

18
তালায় ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জোর প্রচারনা

এসএম বাচ্চু,তালা থেকে: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তালায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচার-প্রচারনায় চলছে উপশহর থেকে শুরু করে গ্রামঞ্চলের জনপদগুলো। চলছে লিফলেট বিতরন,ভোটারদের কাছে তুলে ধরা হচ্ছে ভবিষৎ পরিকল্পনা।
সরজমিনে দেখাযায়,আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যে সকল প্রার্থী জোর প্রচার-প্রচারনা ও গনসংযোগে ব্যস্ত পার করছেন তারা হলেন ভাইচ চেয়ারম্যান (পুরুষ) পদে ৪জন,ভাইচ চেয়ারম্যান মহিলা পদে ৪ জন এরা সকলেই ক্ষমতাসীন দলের নেতা/নেত্রী ।

ভাইচ চেয়ারম্যান হিসাবে উপশহর সহ গ্রামঞ্চল মুখরিত করে চলেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইচ চেয়াম্যান শেখ ইখতিয়ার হোসেন,উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার,সাবেক ছাত্রলীগ নেতা সরদার মশিয়ার রহমানের নাম জোরে শোরে শোনা গেলেও তেমন প্রচারণায় নেই উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আনিমুজ্জমান।

অপরদিকে মহিলা ভাইচ চেয়াম্যান প্রার্থী হিসাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান মহিলা ভাইচ চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম, সাবেক ভাইচ চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল,সাংবাদিক শাকিলা ইসলাম জুঁই, মুর্শিদা পারভীন পাপড়ী ।

গ্রাম্য অঞ্চলে খোঁজ নিয়ে জানা যায়, প্রত্যেক ভাইস চেয়ারম্যান প্রার্থীর অসংখ্য অনুসারী ও সমর্থক রয়েছে। এ সকল অনুসারীরা নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে ভোটারদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি সকল প্রার্থীই সাধারন মানুষের কাছে অতি পরিচিত থাকায় ভোট দেয়ার ব্যাপারে নিজের পছন্দের প্রার্থীর পরিচয় এখনই প্রকাশ করতে নারাজ সাধারন ভোটাররা।

কয়েকজন ভোটারের সাথে কথা জানান,সকল প্রার্থীই তাদের কাছে ভোট প্রার্থনা করেছেন । তবে কাকে ভোট দিবেন জানতে চাইলে তারা বলেন, ভোট যাকে দিবো সিদ্ধান্ত নিয়েছি কিন্ত তা প্রকাশ করা যাবে না।