তালায় পাঁচ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ

15

তালা প্রতিনিধিঃগতকাল বুধবার দুপুরে উপজেলার জাতপুর ক্যাম্পের ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে লাউতাড়ার বিলের মৎস্য ঘেরের বাসা থেকে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দু’জোড়া তাস,নগদ টাকা ও মাদুর উদ্ধার করে।

আটককৃতরা হলেন শুভাষিনী গ্রামের মোঃ খালেক সরদারে ছেলে মোঃ আকবর হোসেন (২৫),আঃ মজিদ সরদারের ছেলে মোঃ রেজাউল ইসলাম(৩৫), মৃত মোঃ নূর আলী সরদারের ছেলে মোঃ এরশাদ সরদার (২৫), মোঃ আলী মুনছুর গাজীর ছেলে মোঃ সিদ্দিকুর রহমান(২৬) ও মোঃ ইউসুফ আলী গাজীর ছেলে মোঃ আসাদ গাজী (৩০)।পরে বিকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফরিদ হোসেন তাদের প্রত্যেককে পাঁচশ’ টাকা করে জরিমানা করেন।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহদেী রাসেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।