তালায় পরীক্ষা ফিস দিতে না পেরে পরীক্ষার্থীর আত্মহত্যা

14
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালায় পরীক্ষার ফিস জমা না দিতে পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে ইমরান নামের একজন পরীক্ষার্থী ।

জানাযায়,উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামের রজব আলী সরদারের পুত্র ও সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী ইতিহাসে তৃতীয় বর্ষের ছাত্র ইমরান(২২) পরিবার ভাবে আর্থিক সচ্ছল না থাকায় পরীক্ষার টাকা জমা দিতে না পেরে বৃহ:বার দুপরে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা জানান,লাশটির ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে ।